ওগো হৃদয়বনের শিকারী

ওগো হৃদয়বনের শিকারী,
মিছে তারে জালে ধরা যে তোমারি ভিখারি।।
সহস্রবার পায়ের কাছে আপনি যে জন ম’রে আছে
নয়নবাণের খোঁচা খেতে সে যে অনধিকারী।।