ওই আঁখি রে!
ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও-
কী আর রেখেছ বাকি রে।।
মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ-
কী সুখে পরান আর রাখি রে।।
ওই আঁখি রে!
ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও-
কী আর রেখেছ বাকি রে।।
মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ-
কী সুখে পরান আর রাখি রে।।