ওই কথা বলো সখী, বলো আর বার-
ভালোবাস মোরে তাহা বলো বার বার।
কতবার শুনিয়াছি, তবুও আবার যাচি-
ভালোবাস মোরে তাহা বলো গো আবার।।
ওই কথা বলো সখী, বলো আর বার-
ভালোবাস মোরে তাহা বলো বার বার।
কতবার শুনিয়াছি, তবুও আবার যাচি-
ভালোবাস মোরে তাহা বলো গো আবার।।