ওকে কেন কাঁদালি

ওকে কেন কাঁদালি! ও যে কেঁদে চলে যায়-
ওর হাসিমুখ যে আর দেখা যাবে না।।
শূন্যপ্রাণে চলে গেল, নয়নেতে অশ্রুজল-
এ জনমে আর ফিরে চাবে না।।
দু দিনের এ বিদেশে কেন এল ভালোবেসে,
কেন নিয়ে গেল প্রাণে বেদনা।
হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে!
হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে।
ডাক্ তারে একবার- কঠিন নহে প্রাণ তার!-
আর বুঝি তার সাড়া পাবে না।।