পথে পথেই বাসা বাঁধি

পথে পথেই বাসা বাঁধি,
মনে ভাবি পথ ফুরালো,
কোন্ অনাদি কালের আশা
হেথায় বুঝি সব পুরালো।
কখন দেখি, আঁধার ছুটে
স্বপ্ন আবার যায় যে টুটে,
পূর্বদিকের তোরণ খুলে
নাম ডেকে যায় প্রভাত-আলো।।

আবার কবে নবীন ফুলে
ভরে নূতন দিনের সাজি।
পথের ধারে তরুমূলে
প্রভাতী সুর ওঠে বাজি।
কেমন করে নূতন সাথি
জোটে আবার রাতারাতি,
দেখি রথের চূড়ার ‘পরে
নূতন ধ্বজা কে উড়ালো।।

২৫ আশ্বিন [১৩২১]
বুদ্ধগয়া