প্ৰভু গৃহ হতে আসিলে যেদিন

১২৪

প্রভুগৃহ হতে আসিলে যে দিন
বীরের দল
সেদিন কোথায় ছিল যে লুকানাে
বিপুল বল!
কোথায় বৰ্ম্ম, অস্ত্র কোথায়,
ক্ষীণ দরিদ্র অতি অসহায়,
চারিদিক হতে এসেছে আঘাত
অনর্গল,
গৃহ হতে আসিলে যে দিন
বীরের দল।।

প্রভুগৃহমাঝে ফিরিলে যেদিন
বীরের দল
সে দিন কোথায় লুকালো আবার
বিপুল বল!
ধনুশর অসি কোথা গেল খসি,
শন্তির হাসি উঠিল বিকশি;
চলে গেলে রাখি সারা জীবনের
সকল বল,
প্রভুগৃহ মাঝে ফিরিলে যে দিন
বীরের দল।।

৩১ আষাঢ় ১৩১৭