সূর্য ও ফুল

বিপুল মহিমাময় আগ্নেয় কুসুম
সূর্য, ধায় লভিবাব্রে বিশ্রামের ঘুম।
ভাঙা এক ভিত্তিপরে ফুল শুভ্রবাস,
চারিদিকে শুভ্রদল করিয়া বিকাশ
মাথা তুলে চেয়ে দেখে আকাশের পানে
অমর রবির আলো ভাতিছে যেখানে,
ছোটো মাথা দুলাইয়া কহে ফুল গাছে-
লাবণ্য কিরণ ছটা আমারো তো আছে।।”

Victor Hugo.