সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই

সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই।
বাধা বাঁধন নেই গো নেই।।
দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি বুঝি,
মোরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজেই।।
পারি নাইবা পারি, নাহয় জিতি কিম্বা হারি-
যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজেই।
আপন হাতের জোরে আমরা তুলি সৃজন ক’রে,
আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই।।