সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়

সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়।
জরজর হৃদয় আমার মর্মবেদনায়,
দিবানিশি অশ্রু ঝরিছে সেথায়।।
তোমার মুখে মুখের হাসি আমি ভালোবাসি-
অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায়।।