সখা, সাধিতে সাধাতে কত সুখ
তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ।।
অভিমান-আঁখিজল, নয়ন ছলছল-
মুছাতে লাগে ভালো কত
তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ।।
সখা, সাধিতে সাধাতে কত সুখ
তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ।।
অভিমান-আঁখিজল, নয়ন ছলছল-
মুছাতে লাগে ভালো কত
তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ।।