তবে কি ফিরিব ম্লানমুখে সখা, জরজর প্রাণ কি জুড়াবে না।। আঁধার সংসারে আবার ফিরে যাব? হৃদয়ের আশা পূরাবে না?। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান গান, রবীন্দ্র সংগীত সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন