তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।
বুকের আঁচলখানি সুখের আঁচলখানি-
দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো।
সেচন কোরো- তার পথে পথে সেচন কোরো-
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি;
মলিন না হয় চরণ তারি-
তোমার সুন্দর ওই গো-
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
হৃদয়খানি- আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো-
রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো।।
তোমার সকল ধন যে ধন্য হল হল গো।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার-
ঘরের দুয়ার খোলো গো।
রাঙা হল- রঙে রঙে রাঙা হল- কার হাসির রঙে
হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলক-মগন-
তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।।
পরান-প্রদীপ- তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে-
রেখো না, রেখো না গো দূরে-
ওই আলোতে জ্বেলো গো।।
এই গানের সাথে ১৩২ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে, তবে শব্দের ভিন্নতা রয়েছে।।