উৎসর্গ

ডাক্তার সার্ নীলরতন সরকার
বন্ধুবরেষু-

অন্ধতামসগহ্বর হতে
ফিরিনু সূর্যালোকে।
বিস্মিত হয়ে আপনার পানে
হেরিনু নূতন চোখে।
মর্ত্যের প্রাণ-রঙ্গভূমিতে
যে-চেতনা সারারাতি
সুখ দুঃখের নাট্যলীলায়
জ্বেলে রেখেছিল বাতি
সে আজি কোথায় নিয়ে যেতে চায়
অচিহ্নিতের পারে,
নবপ্রভাতের উদয়সীমায়
অরূপলোকের দ্বারে।
আলো আঁধারের ফাঁকে দেখা যায়
অজানা তীরের বাসা,
ঝিমঝিমি করে শিরায় শিরায়
দূর নীলিমার ভাষা।।
সে ভাষায় আমি চরম অর্থ
জানি কিবা নাহি জানি,-
ছন্দের ডালি সাজানু তা দিয়ে,
তোমারে দিলাম আনি’।

শান্তিনিকেতন
১ শ্রাবণ, ১৩৪৫