ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল।
মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল।
দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে-
নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল।
মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল।
দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে-
নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল।।