ভুলে ভুলে আজ ভুলময়। ভুলের লতায় বাতাসের ভুলে ফুলে ফুলে হোক ফুলময়। আনন্দ-ঢেউ ভুলের সাগরে উছলিয়া হোক কুলময়।। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান গান, রবীন্দ্র সংগীত সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন