আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া।। ধু।।
হাঁটুজলে বাঁশির সুরে রইলাম অবশ হইয়া
মন রইলো বাঁশি সুরে কলসী গেল ভাইয়া- ৷
বাঁশির সুরে আকুল কইলে কলসী গেল ভাসিয়া
শাশুড়ি- ননদী গঞ্জে বার্তা শুনি আইয়া
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জগতে কলঙ্কী অইলাম বন্ধের প্রেমিক অইয়া।।
[পূর্বরাগ]