আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া

আহা, চুরের ঘাটে নাও লাগাইয়া ভাবিছ কি রে মন৷
ঐ নাও যতনে অতি গোপন সাধ রে অমূল্যধন৷
হীরা মন মাণিক্য দিয়া দিলাম ভোরা চালাইয়া
গোনাবাছা কমতি হইলে কি দিয়ে বুঝাইমু মহাজন৷
আর দেখলাম দেশের এই দুর্দশা ঘরের ঘরে চোরের বাসা
এগো সে চুরায় কি যাদু জানে ঘুমের মানুষ করছে অচেতন।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
এগো গোনাবাছা কমতি হইলে কি দিয়ে বুঝাইমু মহাজন।।

[প্রার্থনা]