আইস ধনী রতন মন্দিরে

আইস ধনী রতন মন্দিরে
ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে৷
রতি রাধা রিসাবতী বিভোর শ্যামের কুলে
কমলের মধু যেন লুটিয়া ভ্ৰমরে৷
কুমুদিনীর চন্দ্ৰ সুন্দর রাধার সুন্দর কানু৷
প্ৰেমসাগরে দুই কান্ডারী ভাইসা ফিরে জলে
তাহে ধইরা রসরাজ আনন্দে সাঁতারে৷
ভাইবে রাধারমণ বলে দেখা গো সকলে
রাই কুলে শ্যাম, শ্যাম কুলে রাই শোভা করিয়াছে।।

[মিলন]