আজি সখী নিদ্রাভাসে গো সখী

আজি সখী নিদ্রাভাসে গো সখী
আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া।।
কোন্ বনে বাজায় গো বাঁশি নিলয় না জানি
সেই অবধি আমার প্রাণে ধইরাছে উজানী।।
যে দেশেতে গেছেরে বন্ধু নিছে আমার প্রাণি
সেই অবধি প্রেমের বিষে ধইরাছে উজানী
ভাইবে রাধারমণ বলে গো বলে মনেতে ভাবিয়া
সোনার অঙ্গ মলিন হইল তোমার লাগিয়া।।

[বিরহ]