আমার বন্ধু আনি দেও গো তোরা

আমার বন্ধু আনি দেও গো তোরা
আমার কালা আনি দেও গো তোরা-
কই ও শ্যাম মনোহরা।।
পোড়া অঙ্গা জুড়াইতে আইলাম গো
তোদেরি পাড়া৷
ওরে, মারিয়ো না, মারিয়ো না দূতী,
আমি তোদেরি পিরিতের মারা।।
ভাবিয়ে রাধারমণ বলে,
ভাবিয়া তনু হইল গো সারা৷
ওরে, মারিয়ো না, মারিয়ো না বন্ধু
শ্যাম আছে গোপনের ফাড়া।।

[বিরহ]