আমার গৃহ কর্ম না লয় মনে

আমার গৃহ কর্ম না লয় মনে৷
ঐ কালার বাঁশির গানে।।
বাঁশি বাজায় চিকন কালায় বসিয়া কদম্ব তলায়৷
শুধু মুখে বলে রাধা৷ রাধা বাঁশির রব শুনিয়ে পাগলিনী।।
কে কে যাবে আয়রে জলে এই কালার বাঁশির গানে৷
সখী গো যখন আমি রানতে বসি তখন কালায় বাজায় বাঁশি৷
আমি ধুয়ার ছলে বইসে কান্দি ননদী কয় কান্দছ কেনে।।
সখী গো ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার গৃহকর্ম না লয় মনে, চলগো সবে যাইগো জলে৷

[পূর্বরাগ]