আমার কি হৈল যন্ত্রণা গো সখী

আমার কি হৈল যন্ত্রণা গো সখী, কি হৈল বেদনা৷
কি অনল জ্বালাইয়া গেল শ্যাম কালিয়া সোনা।।
বাসক ফুটে শতেক ডালে, পদ্ম ফুটে জলে
ভোমরা হৈয়া উড়িয়া যাইতাম, মধু লইবার আশে৷
এ দেশেতে থাকা যায় না, পাড়ার লোক বিবাদী
এ গো পাড়ার লোক বিবাদী হৈয়া করইন দোষাদোষী৷
ভাবিয়া রাধারমণ বলে, মনেতে ভাবিয়া
নিবিছিল মনের আগুইন কে দিল জ্বালাইয়া।।

[বিরহ]