আমার মন করে আকুল

আমার মন করে আকুল
আমার প্রাণ করে আকুল
রূপে আমার লি জাতিকুল৷
আমি গৃহে যাইতে আর পারি না মাথে ধরে তুল।।
আঁখি ঠারে কয় গো কথা মন করে আকুল
আমি ত্ৰিজগতে আর দেখি না বন্ধের সমতুল৷
আমার প্রাণবন্ধুর মুখের হাসি যেমন গোলাপ ফুল
ভাইবে রাধারমণ বলে আমার হইল ভুল
আমি অন্ধের হাতে মানিক অইয়া
পাইলাম না তার কুল।।