আমার মন মজিল গো সই কাল চরণে

আমার মন মজিল গো সই কাল চরণে
আর নীলাম্বরী পীতধড়া হাতে বাঁশি মাথে চূড়া
এগো চূড়ার উপর ময়ূর পাখা ঝলকে।।
আমি থাকি রূপবাণে সে থাকে তার অন্য ভানে
ও নিষেধ মানে না মানে গো আমার পরাণে
ভাইবে রাধারমণ বলে শুনগো রাধা বিনোদিনী
এগো আসবে কালা দিবে জ্বালা আমায় এখনি।।