আমার মন রে এবার ভবে কেন না আসিলে

আমার মন রে এবার ভবে কেন না আসিলে
গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো৷
আসিয়া মনুষ্য কুলে কেন মনে রইলায় ভুইলে
তুমি ভবেতে আসিয়া গুরু না ভজিয়া তুমি পথে মজিলায়।।
গুরুর চরম অমূল্যধন চিনলায় না রে অজ্ঞান মন
গুরু কেমন ধন করলায় না’রে যতন তুমি হেলায় হারাইলায় রতন।।
তুমি রইলায় ঘুমের ঘোরে চোর হামাইল তোমার ঘরে
তোমার শ্ৰীপুত্ৰধান কেহনিয় আপন কেবল নিশার স্বপন।।
দেখিয়া মাকাল ফলে কেন মন রইলায় ভুইলে
ভাইবে রাধারমণ করে নিবেদন তোমরা থাইক সচেতন।।

[প্রার্থনা]