আমার নিত্যি জলে যাইতে হয়

আমার নিত্যি জলে যাইতে হয়
জল ভরা তো সহজ ব্যাপার নয়
জল ভরা যেমন তেমন যন্ত্রণাটি সইতে হয়।।
যখন আমি যাই গো জলে, সে থাকে তো আড়ে আড়ে
সে যে আড়াল থেকে তীর মারিল গো সই
ও আমার কলসীখানা ছিদ্র হয়।।
যখন জল লইয়া আসি ননদীয়ে কয়
তুমি কী করিয়া কলসী ভাঙলায়
হাতে ছিল থালাবাটি ঠেস লাগিয়া ছিদ্র হয়।।
ভাইবে রাধারমণ কয় কৃষ্ণপ্ৰেমে অঙ্গ দয়
কৃষ্ণ দরশনে রাধার জলে যাইতে হয়।।