আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না

আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না,
এগো সৎ পিরিতি হইতে পারে মাটির দেহা টিকবে না৷
মুখের মাঝে অমৃত ভরা তাতে ছাই দিও না,
এগো দুধের মাঝে ছাই মিশাইলে দুধের বর্ণ রবে না৷
মধুপুরে কাল ভমরা সদায় জ্বরে আনাযানা,
এগো শুকাইলে কমলের মধু আর ত ভমর আসবে না৷
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেম জ্বালায় ত বাঁচি না,
পড়িয়া রইলাম ঘুমের ঘোরে ভমরারূপ দেখলাম না৷

[সহজিয়া]