আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো

আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো
আমারে বন্ধুয়ার মনে নাই।। ধু।।
জাতি যুতি ফুল মালতী বিনা সুতে মালা গাথি গো
আইল না শ্যাম কুঞ্জে আমার কাল গলে পরাই
চুয়া-চন্দন ফুলের অঞ্জন কটরায় ভরি রাখলে গো
দেখলে চন্দন উঠলে কান্দন আমি কার অঙ্গে ছিটাই৷
ভাবিয়া রাধারমণ বলে শুন গো ধনি রাই
পাইলে শ্যামে ধরমু গলে ছাড়াছাড়ি নাই।।

[বাসক সজ্জা]