আমারে কি কর দয়া অধম জানিয়া

আমারে কি কর দয়া অধম জানিয়া বা গৌর, প্ৰাণনাথ কালিয়া।। ধু।।
আগে বল আপনারি পাছে প্ৰাণটি নেও হরি,
এখন কোন প্ৰাণে মার তোমার মনে ঐ কি ছিল?
পিরীতি ত্যাজিয়া গেলায় কি দোষ পাইয়া বা গৌর৷
আগে যদি জান্তাম বা গৌর যাইবায় ছাড়িয়া,
মাথার কেশ দুভাগ কইরে চরণে চন্দন দিয়ে,
চান্দমুখ নিরখিয়া রাখিতাম বান্ধিয়া৷ বা গৌর৷
গোসাঁই রমণচন্দে বলে মনেতে ভাবিয়া,
আমার সনে মাতিও না সই আমার মন হইয়াছে দেওয়ানা।।

[গৌরপদ]