আমি জানলাম রে নিষ্ঠুর কালা
তোর পিরিতি।।
আর প্রথম পিরিতি করি,
আইলায় নিতি-নিতি৷
ওয়রে, অখন বুঝি করিয়া যারায়
আচম্বিতে ডাকাতি।।
আর কেওরের পিরিত আইসা-যাওয়া,
কেওরের পিরিত নিতি৷
ওয়রে, কেওরের পিরিত সোনা-রূপা,
কেও কিনিয়া দেয় ধুতি।।
আর ভাইবে রাধারমণ বলে,
শুন গো যৈবতী;
ওয়রে, ব্ৰজপুরের মাঝে তোমরা
কয়জন আছো সতী।।
[আক্ষেপানুরাগ]