আমি জন্মিয়া কেন মইলাম না

আমি জন্মিয়া কেন মইলাম না গুরুর চরণ সাধন হইল না।। ধু।।
জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
সে কথাটি মনে পড়ে না;
তখন বলে আইল করতে সাধন আজি শমন বান্ধব না?
যখন আমায় ভবে দিলে কি শিখিলে মোর কপালে
জন্মাবধি লক্ষ্য গেল না;
ভাইবে রাধারমণ বলে জন্ম গেল বিফলে
গুরুভাবে ভক্তি কইলাম না৷

[প্রার্থনা]