আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া

আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া রূপে আমায় পাগল করিল৷
কিক্ষেণে গো গিয়াছিলাম, বিজলী ছটকে রূপ নয়নে হেরিলাম
আমায় অঙ্গুলি হেলাইয়া শ্যামে কি বলিল গো।।
যদি আমি হইতাম পাখি উড়িয়া গিয়া শ্যামরূপ দেখি
দারুণ বিধিয়ে বুঝি পাখা আমায় নাহি দিল গো
ভাইবে রাধারমণ বলে রূপ হেরিলাম তরুমূলে গো
এবার আমার মনের দুঃখ মনেতে রহিল গো।।

[পূর্বরাগ]