আমি রাধা ছাড়া কেমনে থাকি একা

আমি রাধা ছাড়া কেম্নে থাকি একা
রে সুবল সখা-
আমি রাধা ছাড়া কেম্নে থাকি একা।। ধু।।
সুবলরে- গহিন বনে গোচারণে কেতকী ফুল দর্শনেরে
এরূপে সেরূপ আমার হয়েছে উজ্জ্বল রে৷
সুবল রে রাধা তন্ত্র রাধা যন্ত্র রাধা আমার মূল মন্ত্র
রাধা আমার সাধন গুরুরে৷
সুবল রে ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে রে
আমার মনের আগুন জ্বলে দিলে নিবে না রে৷

[বিরহ]