আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না

আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না৷
কথা জাগুইলে মনে কেউরির ফাকিত পড়িস না
অসতের সঙ্গে ছাড়ি সদাই সাধুসঙ্গ কর
আগু কাজে বেকুল হইও না৷
ছাওয়াল অইতো পারে আগলা তালে তাল ধরিয়া রঙ্গে নাইচো না৷
অসতী এমন ধারা দুরের নাওয়ে সাধুর পাড়া
কতশত খাইছে মারা মইলে জাগে না৷
শিমুল ফুলের রূপ দেখিয়া ধাপ্পা দিওনা
পূর্বজন্মের পূর্বফলে যদি মনের মানুষ মিলে
দেখাইতাম দাম চলিয়া লইতাম কিনারা
রাধারমণ বলে এবার ভবে মানুষ পাইলাম না।।

[সহজিয়া]