আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে

আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে
জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
কাঁচা বাঁশের বাঁশিরে বাঁশি করুল রসের আগা
কেমনে বদন ঢাকা কতই দুক্ষ মনে
শিংরা ফলের কাটার মত বিন্দিল পরাণে৷
ভাবিয়া রাধারমণ বলে গো মনেতে ভাবিয়া
এগো সারা জনম গেল আমার কান্দিয়া কান্দিয়া।।

[পূর্বরাগ]