আর কি আমার আছে গো বাকি

আর কি আমার আছে গো বাকি৷
চটকে প্ৰাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্ৰাণ পাখী৷
শ্ৰীকৃষ্ণ রূপের মাধুরী তার তুলনা দিব কি!
তার নাম লইলে হয় প্রেমের উদয়, তারে বা দোষ দিব কি?
বিশাখা গো চিত্র পটে মন মজাইলে স্বরূপ দেইখে
শ্যামের বাঁশি হইল কুলবিশি, করিল গো কলঙ্কী৷
যা হইবার ত হইয়া গেছে, এখন ভাবলে হবে কি?
গোসাঁই রাধারমণ বলে প্ৰাণ দিয়া গো শ্যাম রাখি।।

[পূর্বরাগ]