আরে পুষ্প বলি রে তোমারে

আরে পুষ্প বলি রে তোমারে
রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে।।
আগে যদি জানতাম শ্যামরে নিদয়া নিষ্ঠুর
বুকে কিছু নাইরে তোমার মুখেতে মধুর।।
আগে যদি জানতাম রে শ্যাম যাইবায় রে ছাড়িয়া৷
তবে কি কারিতাম প্ৰেম বিনা দড়াইয়া।।
ভাবিয়া রাধারমণ বলে শুনরে কালিয়া
পর কি আপনি হয় পিরিতির লাগিয়া।।

[আক্ষেপানুরাগ]