আয় বা’ নিলাজে কালা’ রে

আয় বা’ নিলাজে কালা’ রে,-
কালা, কোন্ ঘাটে ভরিতাম গঙ্গার জল।।
আর তোমার বাঁশির সুরে
সেই ঘাটে ইংরেজের কল রে-
ওয়রে, কল চাপিয়া দেও গঙ্গার জল।।
আর তোমার বাঁশির সুরে
ভাটিয়াল নদী উজান ধরে৷
ওয়রে, ঘৃত-লনী না লয় আমার মন।।
আর ভাইবে রাধারমণ বলে
আছইন কালা কদমতলে৷
ওয়রে, কুলমান লজ্জা-ডরে
থাকো নিলাজ কালা রে।।

[পূর্বরাগ]