বাজায় বাঁশি কদমতলে নিগুড়ে ঘনাইয়া

বাজায় বাঁশি কদমতলে নিগুড়ে ঘনাইয়া
মনে লয় সঙ্গে যাই ঘর সংসার ছাড়িয়া৷
দিবানিশি বাজায় বাঁশি নানান সুর ধরিয়া
মনে লয় দৌড় দিগি আনতাম বাঁশি কাড়িয়া;
নানান সুরে বাজে বাঁশি মন করে উদাসী
কি লাভ আয়রে বন্ধু আমারে নাসিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
যাইমু বন্ধের সঙ্গে ঘর সংসার ছাড়িয়া৷

[পূর্বরাগ]