বাসর শয্যা সাজাই কার আশায়

বাসর শয্যা সাজাই কার আশায়
কই রইল মোর বন্ধু শ্যামরায়
ওগো বিচ্ছেদ আগুন জ্বলছে হিয়ায়
আতর গোলাপ কস্তুরী আনি
পুষ্পশয্যা করি সাজাইবার আশায়
ফুলের শয্যা বাসি আইল না গো কালশশী
আমার বাসি শয্যা ভাসাও যমুনায়
প্ৰাণ যাবে মোর নিশিগতে তাইতো তোমরা আমার সাথে
অধীন রমণ বলে রাইখ রাঙা পায়।।

[বাসক সজ্জা]