বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে

বিশাখে কি রূপ দেখালে চিত্রপটে।। ধু।।
পট দেখিয়ে মন ভুলিল আবার কে গো বংশী নাটে।। চি।।
কেগো কৃষ্ণ কে গো পটে কে গো বংশী নাটে
তিনেই সমান মন উচাটন প্ৰাণি আমার নাই গো ঘটে।। ১।।
ভিন পুরুষে রতি নারী বিষম সঙ্কটে
এমন জীবন হইতে মরণ ভাল যদি কলঙ্ক রটে।। ২।।
রাধারমণ ভণে বিনোদিনী বলি নিষ্কবটে
ভিন পুরুষ নয় শ্যামচিন্তামণি হের যাইয়ে জলের ঘাটে।। ৩।।

[পূর্বরাগ]