বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না

বলে না ছিলাম গো পিয়ারি অ তুই পিরিত করিছ না
পিরিতি বিষম জ্বালা প্ৰাণে তো বাঁচবি না।।
বনে থাকে ধেনু রাখে শ্যামকালিয়া সোনা
অবলা রমণীর মরম রাখালে জানে না।।
কতই না বুঝাইয়াছিলাম শুনেও শুনলে না৷
নয়নের জল হইল সম্বল সার হৈল ভাবনা।।
রাধারমণ বলে প্ৰেম করিলে পাইতে হয় লাঞ্ছনা
তাই ভাবিয়া প্ৰেম না করিয়া আছে বা কয় জনা।।

[আক্ষেপানুরাগ]