বন্ধু, তুইন বড়ো কঠিন

বন্ধু, তুইন বড়ো কঠিন
অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্।।
হারে পত্র ছাড়া তমালবৃক্ষ রে-
জল ছাড়া তার মীন৷
ওয়রে, কিষ্ণ ছাড়া শ্ৰীরাধিকা
বাঁচব কতেক দিন।।
আর মধুছাড়া কমলপুষ্প রে বন্ধু
ভমরায় বাসে ভিন্৷
ওয়রে, ছাড়াইলে ছাড়াইতায় পারো-
তোমার অধীন।।
আর তোর পিরিতের জ্বালা, রে বন্ধু,
সইমু কতেক দিন
ওয়রে, তোমার পিরিতের জ্বালায়
বন-পোড়া হরিণ
আর অভাইবে রাধারমণ বলে, রে বন্ধু,
কলঙ্কে যায় মোর দিন৷
ওয়রে, কি দোইবের কারণে বন্ধে-
আমায় বাসইন ভিন্।।

[বিরহ]