বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া

বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া
সরম-ভরম মানকুলমান সব তোমারে দিয়া
মনে লয় মরিয়া যাইতাম গরল বিষ খাইয়া।।
ননদিনী কাল নাগিনী আছে কান পাতিয়া
দেখলে পরে আর ভুইল না দুঃখিনী জানিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
রাখিও পালন করি তারে সঙ্গ দিয়া।।
চক্ষের নিমেষে রে বন্ধু গেলায় রে ছাড়িয়া
মনে করলে দেখতে পার হৃদয় খুলিয়া।।

[বিরহ]