বসে ভাবছ কীরে মন ভোমরা
ছয় চোরায় ডুবাইল তোমারে৷
দিন গেল বেপথ বেসেবে, বুঝি আমার কর্মদোষে
আমার সাধন সিদ্ধি কিছুই হইল না রে।।
একটি গাছের ভাল পাতা নাই তার কোনো কাল
বেটু ছাড়া ধরছে ফুলের কলি রে মন ভোমরা৷
ডাল আছে পাতা নাই এ ফুল ফুটিয়াছে সই
পদ্ম যেন ভাসে গঙ্গার জলে রে ভোমরা
ভাইবে রাধারমণ বলে ঢেউ উঠিল আপন মনে
যে গান ভাবিক ছাড়া বুঝবে না পণ্ডিতেরে।।