বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না

বুকে রইল গো পিরিতের শেল কেউ দেখে না,
কেউ দেখে না, কেউ দেখে না বাহিরেতে আসে না গো৷
তুষের অনলের মত আমার অঙ্গ জ্বলি যায়,
জল দিলে নিবে না অগ্নি কি দিয়া নিবাই৷
নিবে না নিবে না অগ্নি সহে না অন্তরে,
সেই অগ্নি নিবিতে পারে শ্যামের দরশনে৷
ভাবিয়া রাধারমণ বলে অন্তরে বেদন,
না হইল মোর কপালে শ্যাম সঙ্গে মিলন।।

[পূর্বরাগ]