চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই

চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই চিন্ডিয়া চিন্ডিয়া জনম গেল
চিন্তা রোগের ঔষধ নাই।। ধু।।
চিন্তা জ্বরে পাইলা যারে কুচিন্তাতে যার ধরে
নিচিন্তে কি সে রইতে পারে তার প্রাণে বাচঁবার উপায় নাই৷
কাম চিন্তায় মত্ত হইয়া দিন বিফলে গেল গইয়া-
মায়া জালে বন্দী হইয়া দিন তা আমার বইয়া গয়াই৷
চিন্তা জ্বরে পাইল যাদের বৈদ্যে না সারাতে পারে
প্ৰেম চিন্তায় পাইলো যারে মিছা রে তার দুনিয়াই
প্ৰাণ বন্ধুয়া যদি আইতো মনের চিন্তা চলিয়া যাইতো৷
আমাকে আকে পাইতো আমি কি ভব মায়া চাই৷
ভাইবে রাধারমণ বলে চিন্তায় জীবন গেল চলে
মনের চিন্তা যাবে চলে যদি বন্ধের দেখা পাই৷

[প্রার্থনা]