চল কুঞ্জে যাই গো ধনী চল কুঞ্জে যাই

চল কুঞ্জে যাই গো ধনী চল কুঞ্জে যাই
কুঞ্জে গেলে প্ৰাণনাথের দেখা কিবা পাই
চল চলা এগো সখী ত্বরিত করিয়া
কুব্জা নারীর প্ৰেমে শ্যাম রইয়াছে ভুলিয়া
সারা নিশি পাত করলাম পন্থ পানে চাইয়া
এখনো না আইল বন্ধু নিঠুর কালিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পরা কি আপনার হয় পিরিতের লাগিয়া৷

[খণ্ডিতা]