ডাকার মত ডাকরে মন

ডাকার মত ডাকরে মন দীনদয়াল বন্ধু বলে
ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে।। ধু।।
কাপট্য ছাড়ি যে জন ডাকে ভাসি নয়ন জলে
দয়াময় দীনবন্ধু আসন পাতে হৃৎকমলে৷
দীনহীন সমস্তৃণ যে জন হবে ধরাতলে
সেই জন অনায়াসে আসন পাবে চরণ তলে৷
নাম জপে ধ্রুব প্ৰহ্লাদ আদি কালের দুই ছেলে
ডাকার মত ডাকিয়া তারা তারিয়া গেল অবহেলে৷
ভাইবে রাধারমণ বলে মন মজনা ভুলে
ভুলে মগ্ন হলে মন সব ডুবিবে অগাধ সলিলে৷

[প্রার্থনা]