ডাকিও না রে শ্যামের বাঁশি জয় রাধা বলিয়া
অয়রে শ্যামচন্দের বাঁশি কই বিনয় করিয়া।।
পুরুষ ভ্ৰমরা জাতি কঠিন তারও হিয়া
নারী তো সরল গো জাতি উঠে রইয়া রইয়া৷
একঘেরে শুইয়া থাকি নিশি গত হইয়া
শুইলে স্বপন গো দেখি হৃদয় বন্ধুয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
গোপনে করছিলাম পিরিত দিলায় প্ৰকাশিয়া৷